Vish Yoga Unlucky Zodiacs: জ্যোতিষশাস্ত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে বিবেচিত হয়। আপাতত কুম্ভ রাশিতে অবস্থান করছেন কর্মফলদাতা শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রের সঙ্গে শনির যুতিতে বিষ যোগ তৈরি হয়েছে। যা কয়েকটি রাশির জাতকদের উপর প্রতিকূল প্রভাব ফেলে। তাই কাদের কাদের সতর্ক থাকতে হবে, তা দেখে নিন -
1/5আপাতত কুম্ভ রাশিতে আছেন শনি। যে রাশিতে বিষ যোগ তৈরি হয়েছে। শনি এবং চন্দ্রের যুতির ফলে সেই বিষ যোগ তৈরি হয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়। যে যোগকে অশুভ বলে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। ওই যোগের ফলে কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। তাঁদের জীবনে সমস্যা তৈরি হতে পারে।
2/5মেষ রাশি- বিষ যোগের ফলে মেষ রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকতে হবে। যে কোনও কাজ শুরুর আগে ভেবেচিন্ত পা ফেলতে হবে মেষ রাশির জাতকদের। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বেশি ফাস্টফুড খাবেন না। আপাতত ফাস্টফুড এড়িয়ে যাওয়া ভালো। ভেবেচিন্তে টাকা খরচ করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কর্কট রাশি- শনি এবং চন্দ্রের যুতির ফলে যে বিষ তৈরি হয়েছে, তাতে কর্কট রাশির জাতকদের উপর প্রতিকূল প্রভাব পড়বে। সেইসঙ্গে কর্কট রাশির উপর শনির ঢাইয়াও চলছে। কর্কট রাশির যে স্থানে বিষ যোগ তৈরি হবে, তাতে এই সময় নয়া কাজ শুরু করলে তেমন সাফল্য মিলবে না। কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। চাকরিতে সমস্যা বাড়তে পারে।
4/5কন্যা রাশি- বিষ যোগের ফলে কন্যা রাশির জাতকদের বাড়তি সতর্ক থাকতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রম সত্ত্বেও সাফল্য নাও মিলতে পারে। অর্থহানির আশঙ্কা আছে। যে কন্যা রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে কন্যা রাশির জাতকদের।
5/5মীন রাশি- বিষ যোগ তৈরি হওয়ার মীন রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। মীন রাশির যে স্থানে বিষ যোগ তৈরি হবে, তা আর্থিক দিক থেকে চাপ বৃদ্ধি করবে। এই সময় উলটো-পালটা খরচ হবে। হাত থেকে টাকা বেরিয়ে যাবে। যদি কোনও নয়া কাজ শুরুর পরিকল্পনা করেন, তাহলে ভেবেচিন্তে পা ফেলতে হবে মীন রাশির জাতকদের। বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা এড়িয়ে যাওয়া শ্রেয়। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।