ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর থেকেই ভ্লাদিমির পুতিনের সমালোচনায় মুখর বিশ্বের বহু দেশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বর্তমানে গোটা বিশ্বই একজন ‘হৃদয়হীন একনায়ক’ হিসেবে দেখছে। তবে পুতিনের অন্য এক রূপও রয়েছে।
1/5পুতিনের যুদ্ধ ঘোষণার পর থেকেই ইউক্রেনে বসবাসকারী মানুষ আতঙ্কে রয়েছে এবং জীবন বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছে। পুতিনের এই রূপ বিশ্ব প্রথমবারের মতো দেখেনি। এর আগেও রাশিয়া ক্রাইমিয়া ও রোমানিয়ার ওপর একই ধরনের আগ্রাসন চালিয়েছিল। কিন্তু স্বৈরশাসক হিসেবে পরিচিত পুতিনের আরও একটি রূপ আছে। তাঁর রহস্যময় প্রেম জীবন নিয়ে অনেকবারই খবরের শিরোনামে থেকেছেন পুতিন। পুতিনের কেবল সুন্দরী রাশিয়ান অভিনেত্রীদের সাথেই নয়, সাফাই কর্মীদের সাথেও সম্পর্ক ছিল। (ছবি সৌজন্যে হিন্দুস্তান)
2/5১৯৮৩ সালে পুতিন লিউডমিলা আলেকজান্দ্রোভনা ওচেরেটনায়ার সাথে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের ৩০ বছর পর ২০১৪ সালে দুজনেই আলাদা হয়ে যান। তবে ২০১৫ সালে তার স্ত্রী অন্য কাউকে বিয়ে করেন। (ছবি সৌজন্যে এএফপি)
3/5বিয়ের সময় থেকেই বহু নারীর সঙ্গে পুতিনের বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ২০০৮ সালে ৩১ বছর বয়সী জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে নাম জড়ায় পুতিনের। শুধু তাই নয়, পুতিন প্রকাশ্যে তাঁর ভালোবাসার কথা স্বীকারও করেছিলেন। আলিনা পুতিনের সঙ্গে রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
4/5২০১৩ সালের সেপ্টেম্বরে, পুতিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনি দাবি করেছিলেন যে পুতিন এবং কাবায়েভা বিয়ে করেছেন। কিন্তু পুতিনের মুখপাত্র দাবিগুলি প্রত্যাখ্যান করেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, পুতিন এবং কাবায়েভা দুজনকেই ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিকে বিয়ের আংটি পরে থাকতে দেখা গিয়েছিল। (ছবি সৌজন্যে হিন্দুস্তান)
5/5জানা যায়, একজন মহিলা সাফাই কর্মীর সঙ্গেও পুতিনের সম্পর্ক ছিল। দুজনের একটি মেয়েও রয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, স্বেতলানা ক্রিভোনোগিখ নামের এক মহিলার সঙ্গে ৬৯ বছর বয়সী পুতিনের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলেছিল। কিন্তু এখন এই মহিলা আর সাফাই কর্মী নন। তিনি এখন ৭০০ কোটি টাকার মালিক। ছবি সৌজন্য- Russian Presidential Press Service via AP