Voltas Shares Fall: গত ১ বছরে বাজারের জনপ্রিয়তম শেয়ারগুলির মধ্যে অন্যতম ছিল ভোল্টাস। কিন্তু বর্তমানে ১ বছরের সর্বনিম্ন স্তরে সংস্থার শেয়ার।
1/5বিশ্বজুড়েই অর্থনীতি টালমাটাল। প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও। অন্য অনেক শেয়ারের মতোই কমেছে Voltas-এর স্টক। ফাইল ছবি: মিন্ট (PTI)
2/5গত ১ বছরে বাজারের জনপ্রিয়তম শেয়ারগুলির মধ্যে অন্যতম ছিল ভোল্টাস। আর তা হবে না-ই বা কেন। প্রথমত টাটা গ্রুপের শেয়ার। তার পাশাপাশি কাস্টমার ফিডব্যাক বেশ ভালই। ১ বছরে প্রায় ৩২ শতাংশ বেড়েছিল এই শেয়ার। কিন্তু তারপরেই ছন্দপতন। ছবি: গুগল ফিন্যান্স (PTI)
4/5ভোল্টাসের সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক রিপোর্টেরও প্রভাব পড়েছে শেয়ারে। সংস্থার মোট আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৪.৪২% কমে ১,৮৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। কর-পরবর্তী মুনাফাও হ্রাস পেয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5বিশ্লেষকরা যদিও বলছেন, গরমের পর পর এসি-র বিক্রি কমে। তাছাড়া সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে এই প্রোডাক্টগুলি কম বিক্রি হচ্ছে। আপাতত ৯৯২ টাকার টার্গেট প্রাইসে শেয়ার ধরে রাখা যেতে পারেব বলে মত তাঁদের। মোট ৩৬ জনের মধ্যে ১৪ জন এই হোল্ড করে রাখার রেটিং দিয়েছেন। চারজন এতে 'বাই' রেটিং বজায় রেখেছেন। অন্যদিকে ৯ জন এই শেয়ার বিক্রি করে দেওয়ার পক্ষে। ফাইল ছবি: রয়টার্স (PTI)