২১ বছর পর ভারতের হারনাজ সান্ধু মিস ইউনিভার্সের মুকুট ঘরে এনেছেন। ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করেছেন চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। মুকুট জয়ের পর ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে যা লিখেছেন হারনাজ-
1/4২১ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ। তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। ঐতিহাসিক জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন তিনি। ‘মিস ইউনিভার্স ২০২১'এর খেতাব জয়ের পর ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করলেন হারনাজ। (ছবি ইনস্টাগ্রাম)
2/4শিরোপা জয়ের পর তাঁর প্রথম পোস্টটি হল কৃতজ্ঞতা এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণ করে, যারা ঐতিহাসিক জয়কে সম্ভব করেছেন। তিনি পোস্ট শুরু করেছিলেন এই বলে, ‘ওয়াহে গুরু জি দি খালসা, ওয়াহে গুরু জি দি ফাতেহ।’
3/4সবসময় তাঁকে সমর্থন করার জন্য পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। লেখেন, ‘আমরা এটা করে দেখাতে পেরেছি। আমার চূড়ান্ত উত্তরে বলেছিলাম, আমি নিজের উপর বিশ্বাস রাখি। এবং সেই কারণেই আমি এই মঞ্চে দাঁড়িয়ে। আমি কিছু লোকের কথাও উল্লেখ করতে চাই যারা উপর ভরসা রেখেছিল’।
4/4শেষে হারনাজ লেখেন, ‘সবশেষে ধন্যবাদ সবাইকে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি অত্যন্ত আপ্লুত’। সান্ধুর আগে মাত্র দুজন ভারতীয় মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন - অভিনেত্রী সুস্মিতা সেন ১৯৯৪ সালে এবং লারা দত্ত ২০০০ সালে। হারনাজের পাশাপাশি গোটা দেশ জয়ের আনন্দ মেতে।