সোমবার মুম্বইয়ের ভারসোভা করবস্থানে গোরস্থ করা হল ওয়াজিদ খানকে। কান্নায় ভেঙে পড়লেন দাদা সাজিদ খান।
1/5২০২০ সালে বলিউডে মৃত্যু মিছিল অব্যাহত! করোনা সংকটের মাঝেই একের পর এক নক্ষত্রপতন বি-টাউনে। ইরফান খান, ঋষি কাপুরের মৃত্যুর পর এবার নক্ষত্রপতন বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে। প্রয়াত মিউজিক পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদের ওয়াজিদ খান। এদিন ওয়াজিদ খানকের অন্তিম দর্শনে এসে কান্নায় ভেঙে পড়লেন তাঁর দাদা সাজিদ খান। (HT Images)
2/5এদিন ভারসোভার কবরস্থানে গোরস্থ করা হল ওয়াজিদ খানকে। হাজির ছিলেন ওয়াজিদের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা আদিত্য পাঞ্চলি। (HT Images)
3/5জানা গিয়েছে গত চারদিন ধরে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ খান। কিডনিতে ইনফেকশন নিয়ে ভর্তি হন তিনি। দিন কয়েক আগেই তাঁর কিডনিতে অস্ত্রোপচারও হয়েছিল। রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ। জানা গিয়েছে তাঁর করোনা রিপোর্টও পজিটিভ ছিল। (ছবি-সৌজন্যে-ভাইরাল ভায়ানি)
4/5ওয়াজিদের করোনা রিপোর্ট পজিটিভ থাকার খবর সামনে আসায় এদিন একদম কম লোকজন চোখ পড়ল তাঁর শেষকৃত্যে। ছিল একাধিক বিধিনিষেধ। পৌঁছেছিলেন সলমন খানের প্রিয় বন্ধু নদিম এবং আলিম হাকিম। (ছবি-সৌজন্যে-ভাইরাল ভায়ানি)