ওয়াঙ্খেড়েতে বিরল নজির জাদেজা-আজাজের! টেস্টে এই প্রথম! হেরে ট্র্যাজিক হিরো জাড্ডু…
Updated: 03 Nov 2024, 11:26 PM ISTমুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে স্পিনারদের জাদুকাঠিতে নিউজিল্যান্ড দল ম্যাচ জিতে নেয়। ভারতীয় দল টার্নিং ট্র্যাক তৈরি করেছিল কিউয়ি ব্যাটারদের সমস্যায় ফেলতে। আর সেই পাতা ফাঁদেই ভারতীয় ব্যাটারদের ফেলে দেন আজাজ প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে তিনি তুলে নেন মোট ১১ উইকেট, আর সেই সুবাদেই হোয়াইটওয়াশ হল ভারতীয় দল।
পরবর্তী ফটো গ্যালারি