Medical exams question paper leak case: 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি
Updated: 09 Sep 2024, 09:47 AM IST‘মেয়ে রাতে বাড়ি ফিরুক, চান তো?’- ডাক্তারি পরীক্ষায় ‘প্রশ্নফাঁস’ নিয়ে প্রতিবাদ করায় পশ্চিমবঙ্গের একটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপালকে এমনই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে বিষয়টি স্বাস্থ্যভবনে জানিয়েও কোনও কাজ হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি