বাংলা নিউজ >
ছবিঘর > WB Assembly Wise lead in Lok Sabha Vote: লোকসভা ভোটের নিরিখে ২১-এর থেকে কম বিধানসভায় এগিয়ে TMC! বাড়ল BJP, খাতা খুলল বাম
WB Assembly Wise lead in Lok Sabha Vote: লোকসভা ভোটের নিরিখে ২১-এর থেকে কম বিধানসভায় এগিয়ে TMC! বাড়ল BJP, খাতা খুলল বাম Updated: 07 Jun 2024, 09:28 AM IST Abhijit Chowdhury ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২১৩টি আসনে জেতে তৃণমূল। পরে উপ নির্বাচনে আরও তিনটি আসনে জিতে তারা পৌঁছয় ২১৬-তে। তবে ২০২৪ সালে একুশের সেই ফল ধরে রাখতে পারল না তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপির ফল ভালো হয়েছে। এমনকী খাতা খুলছে কংগ্রেস ও বামেদের! 1/5 ২০২১-এর বিধানসভা ভোটে ২১৩টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তার আগে ২০১৯ সালের লোকসভায় তৃণমূল এগিয়ে ছিল মাত্র ১৬৪টি বিধানসভা আসনে। সেখান থেকে একুশে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল তারা। এদিকে ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের ঝুলিতে এসেছিল মাত্র ২২টি লোকসভা আসন। সেই সংখ্যা এবার বেড়ে হয়েছে ২৯। তবে এবারের ফলের নিরিখে একুশের থেকে কম বিধানসভা আসনে এগিয়ে তৃণমূল। 2/5 এবার তৃণমূল কংগ্রেস যে ২৯টি লোকসভা আসনে জিতেছে, তার মধ্যে থেকে তারা এগিয়ে রয়েছে ১৯২টি বিধানসভা আসনে। ২০২১ সালের নিরিখে তা ২১টা কম। ওদিকে বিজেপি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার ৭৭টি আসনে পদ্ম ফুটিয়েছিল। পরে যদিও বেশ কয়েকজন বিধায়ককে হারিয়েছে তারা। উপনির্বাচনেও নিজেদের জেতা আসন হারায় তারা। তবে সেই বিজেপি এবারের লোকসভা নির্বাচনের ভিত্তিতে এগিয়ে আছে ৯০টি বিধানসভায়। 3/5 এদিকে এবারের লোকসভা ভোটেও বামেরা শূন্যেই থেকে গিয়েছে। ওদিকে কংগ্রেসের রাজ্য সভাপতি তথা লোকসভার সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী হেরেছেন বহরমপুর থেকে। তবে দক্ষিণ মালদায় ইশা খান জিতে মান রক্ষা করেছেন দলের। এই দুই দলই বিধানসভায় এখন শূন্য। উপনির্বাচনে কংগ্রেসের বাইরন বিশ্বাস জিতলেও তিনি পরে তৃণমূলে যোগ দেন। তবে ২৪-এর নিরিখে বাম-কংগ্রেস বিধানসভা ভিত্তিক আসনে লিড পেয়েছে। 4/5 হিসেব কষে দেখা যাচ্ছে, ২০২১ সালে শূন্যে দাঁড়িয়ে থাকা কংগ্রেস ২০২৪ সালের ফলের নিরিখে এগিয়ে আছে ১১টি বিধানসভা আসনে। এদিকে সিপিএম লোকসভায় আসন না পেলেও বিধানসভা ভিত্তিক লিডের নিরিখে একটি আসনে এগিয়েছে। এর আগে ২০১৯ সালের ভোটের নিরিখে কংগ্রেস এগিয়ে ছিল ৯টি বিধানসভা আসনে। তবে সিপিএম সেবার কোনও বিধানসভা আসনেই এগিয়ে ছিল না। 5/5 দেখা গিয়েছে, শুধুমাত্র উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলাতেই বিধানসভা ভিত্তিক ভাবে এগিয়ে আছে বাম কংগ্রেস। এর মধ্যে কংগ্রেস রায়গঞ্জ লোকসভার ২টি, মালদহ উত্তরের ৪টি, মালদহ দক্ষিণের ৩টি, জঙ্গিপুর লোকসভার ১টি, বহরমপুরের ১টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। সিপিএম এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ লোকসভা আসনের রানিনগর বিধানসভা আসনে।