WB Bank Holidays in June: আজ কি ব্যাঙ্ক বন্ধ বাংলায়? জুনে কবে কবে ছুটি থাকবে ব্যাঙ্কে, দেখুন পুরো তালিকা
Updated: 01 Jun 2024, 08:19 AM ISTজুন মাসে ইদ উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে। এছাড়া আগামী মাসে চারটির বদলে পাঁচটি রবিবার থাকবে। এই আবহে ব্যাঙ্ক কর্মীরা বাড়তি সাপ্তাহিক ছুটি পেতে চলেছেন। এদিকে আজ আবার বাংলার বহু জায়গায় ভোট। তাহলে কি আজ কলকাতায় ব্যাঙ্ক বন্ধ? এই আবহে জেনে নিন জুন মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পরবর্তী ফটো গ্যালারি