WB Deep Depression Heavy Rain Forecast: নিম্নচাপের শক্তি বাড়বে! সোম থেকে ভাসবে বাংলা, ভারী বৃষ্টি, ৭০ কিমিতে ঝড় কোথায়?
Updated: 08 Sep 2024, 05:59 PM IST Ayan Das 08 Sep 2024 Rain, Rain Forecast in Kolkata, Rain Forecast in West Bengal, Rain Forecast, Weather Forecast, Weather Update, Monsoon, Monsoon 2024, Depression, Deep Depression, বৃষ্টি, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, গভীর নিম্নচাপ, অতি নিম্নচাপ, বর্ষাকাল ২০২৪, বর্ষা, আবহাওয়ার আপডেট, আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার খবর, ওয়েদার আপডেট, ওয়েদারের খবর, ওয়েদারের পূর্বাভাসআরও শক্তি বাড়াবে নিম্নচাপ। এখন যে নিম্নচাপ অবস্থান করছে, সেটা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে। তার জেরে সোমবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি