সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) সংক্রান্ত মামলা চলছে। তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর দিল। তার ফলে দারুণ সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। কী সুবিধা পাবেন তাঁরা, তা জেনে নিন -
1/5রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করা হল। এবার এমনিতেই ২৫ ডিসেম্বর রবিবার পড়েছে। ফলে ক্রিসমাসের সপ্তাহে পরপর ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5মঙ্গলবার রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিসমাসের পরদিন হিসেবে ২৬ ডিসেম্বর ছুটি থাকবে। কলকাতায় রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ ছাড়া রাজ্য সরকারি কর্মচারী, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারের আওতাধীন সমস্ত অফিস বা প্রতিষ্ঠানের কর্মীদের ছুটি থাকবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/5যদিও ছুটি ‘উপহারে’ যে রাজ্য সরকারি কর্মচারীরা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন, তেমনটা নয়। বরং সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য, আগে বকেয়া ডিএ (মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মিটিয়ে দিক রাজ্য সরকার। যা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার বলে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5এমনিতে আপাতত সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলা চলছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে মামলা দায়ের করেছে, তা গত সোমবার শীর্ষ আদালতে উঠেছিল। আগামী ৫ ডিসেম্বর (সোমবার) ফের শুনানির দিন ধার্য করা হয়েছে। সেইসঙ্গে আজ কলকাতা হাইকোর্টে ডিএ সংক্রান্ত মামলার শুনানি আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5গত ২০ মে হাইকোর্ট রায় দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই পথে অবশ্য হাঁটেনি রাজ্য সরকার। রিভিউ পিটিশন দাখিল করেছিল হাইকোর্ট। ২২ সেপ্টেম্বর তা খারিজ হয়ে গিয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ না মেটানোয় আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)