6th Pay Commission DA: পার্থকাণ্ডের পর এমনিতেই চাপে রয়েছে তৃণমূল সরকার। এই আবহে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ দিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে সরকারি কর্মীরা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার ফোঁড়ণ কেটে তাঁদের বক্তব্য, যে টাকা উদ্ধার হয়েছে, তাতে দুই কিস্তির মহার্ঘ ভাতা হয়ে যায় কর্মীদের।
1/4কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা ফুরিয়ে আসছে রাজ্য সরকারের। গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া নিয়ে নবান্নের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
2/4কর্মচারী ইউনিয়ন ও অ্যাসোসিয়েশন স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সঙ্কেত চক্রবর্তী বলেন, এক কিস্তি ডিএ দিতে বছরে ২৫ কোটি খরচ হয়। অর্পিতার ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা দিয়ে তো দুটো কিস্তির ডিএ হয়ে যেত। সরকার দাবি করে টাকা নেই। এদিকে এত টাকা উদ্ধার হচ্ছে।
3/4কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের দাবি, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত নিয়ম মোতাবেক ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বকেয়া ডিএ যাতে রাজ্য সরকার মিটিয়ে দেয়, সেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
4/4সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে প্রায় ২৩,০০০ কোটি টাকা লাগবে। সেই পরিস্থিতিতে গত ১৬ জুলাই রাজ্য সরকারের সব দফতরের আর্থিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছে অর্থ দফতর। যে বৈঠক থেকে ইতিবাচক কোনও ফলের আশায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এখনও সেরকম কোনও ইঙ্গিত মেলেনি।