DA Strike for 14 days: একদিনের ধর্মঘট হয়েছে, মহার্ঘ ভাতার (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দাবিতে এবার কি লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা? শনিবার থেকে ডিজিটাল অসহযোগিতা কর্মসূচি শুরুর মধ্যেই সরকারকে আরও চাপে ফেলার ছক তৈরি হয়ে গিয়েছে? জেনে নিন সেই বিষয়টি-
1/6কর্মবিরতির পথে হেঁটেছেন। ২৪ ঘণ্টার প্রশাসনিক ধর্মঘটও করেছেন। কিন্তু মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত দাবি পুরোপুরি পূরণ না হওয়ায় এবার কি আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা? টানা ১৪ দিনের ধর্মঘটের ডাক দেওয়া হবে? তা নিয়ে মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই এবং পিটিআই)
2/6বকেয়া ডিএ প্রদান এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদান-সহ একগুচ্ছ দাবিতে গত ১০ মার্চ ধর্মঘট করেন রাজ্য সরকারি কর্মচারীরা। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য 'ডিজিটাল অসহযোগিতা' কর্মসূচি শুরু হচ্ছে। তারইমধ্যে একাংশ দাবি তুলেছেন যে এবার একেবারে ১৪ দিন ধর্মঘটের ডাক দেওয়া হোক। তাহলেই প্রবল চাপে পড়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার। ওই অংশের রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়াতে হলে আন্দোলনের মাত্রা আরও বাড়াতে হবে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
3/6'হিন্দুস্তান টাইমস বাংলা'-কে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবু বলেন, 'আমরা ভাবনাচিন্তা করছি। সব সংগঠনের সঙ্গে আলোচনা করছি আমরা। বিভিন্ন আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটব নাকি কর্মবিরতির ডাক দেওয়া হবে।'(ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
4/6আপাতত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ প্রদান করা হয়। তাও চলতি বছর মার্চে তিন শতাংশ ডিএ বাড়ানোর পর সেটা ছয় শতাংশে ঠেকেছে। অথচ কেন্দ্রীয় সরকার কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পান। যা বেড়ে ৪২ শতাংশ হতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের তুলনায় প্রায় সব রাজ্যেই বেশি ডিএ প্রদান করা হয় বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, সুদ-সহ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে চলতি বছরের শুরু থেকে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। কর্মবিরতি এবং ধর্মঘট হয়েছে। শহিদ মিনারে চলছে অবস্থান বিক্ষোভ। ভাস্করবাবু-সহ কয়েকজন অনশনও চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, যতক্ষণ না রাজ্য সরকার সব দাবি-দাওয়া মেনে নিচ্ছে, ততদিন সেই কর্মসূচি চলবে। (ছবি সৌজন্যে ফেসবুক)
6/6উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২১ মার্চ) সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আছে। যা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ সংক্রান্ত মামলা। গত বছরের ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা খারিজ হয়ে গিয়েছিল। তারপর আদালত অবমাননা সংক্রান্ত মামলা চলার মধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে 'স্পেশাল লিভ পিটিশন' দাখিল করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)