WB Govt Jobs Promotion Rule Changed: সরকারি চাকরির পরীক্ষার নিয়ম শিথিল করা হল। তার ফলে সরকারি কর্মীদের পদোন্নতির পরীক্ষা আরও সহজ হয়ে গেল। তবে সকলে সেই সুবিধা পাবেন। বিশেষ ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে। দেখে নিন, কোন সরকারি কর্মীরা সুবিধা পাবেন?
1/4পঞ্চাশোর্ধ্ব কর্মীদের চতুর্থ শ্রেণি থেকে করণিক পদে উন্নীত হওয়ার জন্য কম্পিউটার টাইপিং পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করল রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/4রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সেরিব্রাল পালসিতে আক্রান্ত, অ্যাসিডে আক্রান্ত, কুষ্ঠ রোগ থেকে সেরে ওঠা কর্মীদের কম্পিউটার টাইপিং পরীক্ষা দিতে হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/4দৃষ্টিহীন কর্মী বা যে কর্মীদের দৃষ্টিশক্তি কম, তাঁরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে ইংরেজিতে টাইপিং স্পিড কমিয়ে দেওয়া হয়েছে। মিনিটে ১২ টি শব্দ টাইপ করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/4এমনিতে বাম আমলে পঞ্চাশোর্ধ্ব কর্মীদের চতুর্থ শ্রেণি থেকে করণিক পদে উন্নীত হওয়ার জন্য কম্পিউটার টাইপিং পরীক্ষায় বসতে হত না। কিন্তু পরবর্তীতে সেই নিয়মের পরিবর্তন করা হয়েছিল। তাতে কর্মীদের একাংশ সমস্যায় পড়ছিলেন। আটকে যাচ্ছিল তাঁদের পদোন্নতি। সেই বিষয়টি বিচার করে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)