WB govt notification on DA Strike: মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীর। তা রুখতে চরম হুঁশিয়ারি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের তরফে কী হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা দেখে নিন -
1/5মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের প্রশাসনিক ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামিকাল (১০ মার্চ) রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্যই কাজে যোগ দিতে হবে না। সেটা না করলে সরকারি কর্মচারীদের চাকরি জীবনে ছেদ পড়বে এবং একদিনের বেতন কাটা যাবে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
2/5বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার (১০ মার্চ) কোনও রাজ্য সরকারি কর্মচারীকে প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ বা পূর্ণদিবস ছুটি দেওয়া হবে না। নেওয়া যাবে না 'ক্যাজুলয়াল লিভ' বা অন্য কোনও ধরনের ছুটি। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
3/5তবে কয়েকটি ক্ষেত্রে ছাড় মিলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, যে কর্মীরা হাসপাতালে ভরতি আছেন; যে কর্মীদের পরিবারে কোনও সংকট এসেছে; ৯ মার্চের আগে থেকে যে কর্মীরা অনুপস্থিত আছেন ও গুরুতর অসুস্থ আছেন; ৯ মার্চের আগে থেকে যে কর্মীদের চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ, আর্নড লিভ অনুমোদিত আছে, তাঁরা যদি ১০ মার্চ অফিসে না আসেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
4/5রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা ১০ মার্চ অনুপস্থিত থাকবেন, তাঁদের শো-কজ নোটিশ ধরানো হবে। সন্তোষজনক উত্তর না মিললে সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন কাটা যাবে এবং চাকরিজীবনে একদিন ছেদ পড়বে। যাঁরা শো-কজ নোটিশের উত্তর দেবেন না, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ করা হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5এমনিতে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে আগামিকাল (১০ মার্চ) ২৪ ঘণ্টার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরদের একাধিক সংগঠন। যে ধর্মঘটে সমর্থন জানিয়েছে সিপিআইএম, বিজেপির মতো দল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)