WB Govt Pension Hike 6th Pay Commission: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অবশেষে বৈষম্য ঘুচিয়ে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের স্বস্তির খবর দিল অর্থ দফতর। নয়া ঘোষণার ফলে কত টাকা পেনশন পাবেন, তা দেখে নিন -
1/5অবসর গ্রহণের সময় মূল বেতন যা থাকে, তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পান রাজ্য সরকারি কর্মচারীরা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে তাঁরা পেনশন পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5কিন্তু ২০১৬ সালের ১ জানুয়ারির আগে যে রাজ্য সরকারি কর্মীরা অবসর নিয়েছেন, তাঁরা এতদিন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার থেকে তাঁরাও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মোতাবেক পেনশন পাবেন। অর্থাৎ অবসর গ্রহণের সময় মূল বেতন যা ছিল, তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5পদ্ধতিগত ত্রুটির জন্য এতদিন ওই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা (২০১৬ সালের ১ জানুয়ারির আগে অবসর নেওয়া কর্মীরা) সেই সুবিধা পেতেন না। এবার সেই বৈষম্য দূর হওয়ায় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের হাতে বাড়তি টাকা আসবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5নবান্নের সেই সিদ্ধান্তের ফলে শিক্ষক এবং পুরসভা ও পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত কর্মীরাও (২০১৬ সালের ১ জানুয়ারির আগে অবসর নেওয়া কর্মীরা)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5নবান্ন সূত্রে খবর, সেই পদ্ধতিগত শুধরে নেওয়ার ফলে প্রায় তিন-চার লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)