WB HS 2023 Syllabus: বিগত দিনে করোনা আবহে আমূল পরিবর্তন ঘটেছে শিক্ষা ব্যবস্থার। ক্লাসরুম থেকে সরে এসে পঠনপাঠন আবদ্ধ হয়েছে ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে। অনলাইন পড়াশোনার চক্করে তাই কাটছাঁট হয়েছে সিলেবাসেও। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষাও হয়েছে পুরোনো সিলেবাসের মাত্র ৭০ শতাংশ পাঠ্যক্রম মেনে। তবে আগামী বছর এই নিয়ম বদলাতে চলেছে বলে জানিয়ে দিলেন সংসদ সভাপতি।
1/5২০২১ সালে করোনার দ্বিতীয় স্রোতের সময় বোর্ডের পরীক্ষায় বহু রদবদল আসে। করোনার জেরে সিলেবাসে কিছুটা বদল আনা হয়। ২০২২ সালেও করোনা ভ্রূকুটি থাকায় পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5তবে এবার ‘বদল’কে বদলে ফেলে দুই বছর পুরোনো পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা করানোর কথা ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/5করোনার জেরে দেশে একাধিক কঠোর বিধি পালিত হয় গত দুই বছর। সেই সময় সামাজিক দূরত্বের উপর জোর দিয়ে তড়িঘড়ি স্কুলের মধ্যে ক্লাসে পঠপাঠন বন্ধ করে, অনলাইনে শুরু হয় ক্লাস। পরীক্ষাও নেওয়া হয় প্রায় ৭০ শতাংশ সিলেবাসের উপর। বাকি ৩০ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হয়।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5তবে করোনার দ্বিতীয় স্রোতের পর থেকে আপাতত পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে খানিকটা আসতেই ফের স্কুলের দরজা কয়েকটি বিধি মেনে খুলতে শুরু করছে। শোনা যাচ্ছে সেই পরিস্থিতিতে ২০২৩ সালে উচ্চমাধ্যমিক ফের স্বাভাবিক ছন্দেই হবে। ফলে যে ৩০ শাতাংশ সিলেবাস থেকে কাটছাঁট করা হয়েছিল তা ফের যুক্ত করেই করোনা পূর্ববর্তী সময়ের মতো করে হতে চলেছে পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5জানা গিয়েছে, এক্ষেত্রে কোভিড যদি ফের পঠনপাঠনে বাধা হয়ে দাঁড়ায় বা বর্তমান পরিস্থিতি ফের বদলে যেতে থাকে, তাহলে ফের নতুন করে ভাবনা চিন্তা শুরু করবে সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)