WB Medical Colleges Irregularities allegation: চিকিৎসকদের আন্দোলনের মাঝেই 'বন্ড নির্দেশিকা' রাজ্যের, ফাঁস আরও এক 'অনিয়ম'
Updated: 04 Oct 2024, 09:01 AM ISTপুজোর আবহে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের আবহে শুরু হওয়া আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। এরই মাঝে উঠেছে নানান দুর্নীতির অভিযোগ। এই আবহে সম্প্রতি এক 'অনিয়মের' অভিযোগ তুলে মেডিক্যাল কলেজগুলিকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।
পরবর্তী ফটো গ্যালারি