মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের আন্দোলন তীব্র হওয়... more
মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের আন্দোলন তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যে কলকাতার রাস্তায় ধুন্ধুমার বাঁধে সরকারি কর্মীদের আন্দোলন ঘিরে। ধৃত সরকারি কর্মীদের শেষ পর্যন্ত জামিন দেয় আদালত। উত্তরবঙ্গেও বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে পথে নেমেছেন সরকারি কর্মীরা। এরই মাঝে এবার বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।
1/4তৃণমূলের কর্মচারি সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া এক বাংলা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ডিএ দেব। কখনওই সরকার বলেনি যে কর্মীদের ডিএ দেওয়া হবে না।’
2/4মানসবাবুর কথায়, ‘মুখ্যমন্ত্রী কোনওদিন সরকারি কর্মচারীদের কোনও অবহেলা করেননি। আমাদের সরকার প্রশাসনিক ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেয় তা গোটা দেশে নজির স্থাপন করে। আমাদের সরকার কখনও বলেনি সরকারি কর্মীদের বঞ্চিত করে ডিএ দেবে না।’
3/4ডিএ ইস্যুতে সরকারি বঞ্চনার দাবি তুলে তিনি বলেন, ‘বর্তমানে জিএসটি চালু হওয়ায় কেন্দ্র বিপুল পরিমাণ কর নিয়ে চলে যাচ্ছে এবং সময় মতো রাজ্যকে প্রাপ্য অর্থ দিচ্ছে না। কেন্দ্র রাজ্যকে প্রাপ্য এক লাখ ১৮ হাজার কোটি টাকা দিচ্ছে না। শুধু তাই নয়, ১০০ দিনের প্রাপ্য টাকা থেকেও রাজ্যকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র।’
4/4মন্ত্রী বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টি আমরা সহানুভূতির সঙ্গে দেখছি এবং সমস্যা মেটানোর চেষ্টা করছি। যে দমন পীড়নের নীতি বাম আমলে কার্যকর করা হত তা আমরা দতে দিইনি। রাজ্যকে কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। এভাবে রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে।’