WB New Rail Route Complication Update: বাংলায় নয়া রেলপথের 'কাঁটা' এক দিঘি, অনড় ৯১, ৯৫০ মিটারের জন্যে নাছোড়বান্দা রেলও
Updated: 15 Nov 2024, 07:11 AM IST rail line, wb new rail line, west bengal new rail route, eastern rail, indian rail, ভারতীয় রেল, পূর্ব রেল, রেল লাইন, পশ্চিমবঙ্গ নয়া রেল রুট, howrah bishnupur rail line, হাওড়া বিষ্ণুপুর রেলপথ Abhijit Chowdhury 15 Nov 2024সম্প্রতি বাঁকুড়া ও হাওড়ার মধ্যে রেলপথ কমে গিয়েছে। মশাগ্রাম হয়ে জুড়ে গেছে বাংলার দুই প্রান্তের পৃথক লাইন। যার জেরে বাঁকুড়া এবং পুরুলিয়ার থেকে হাওড়ার দূরত্ব কমবে অনেকটাই। এই সংযুক্তিকরণ সম্পন্ন হওয়ায় এই রুটে ট্রেন চলা এখন সমের অপেক্ষা। তবে এই সুখবরের মাঝে আরও এক লাইন নিয়ে জটিলতা বজায় আছে এখনও।
পরবর্তী ফটো গ্যালারি