WB Rain and Storm Latest Update 31st May: আর কিছুক্ষণেই কালো মেঘে ছেয়ে যাবে আকাশ, কখন নেমে আসবে দুর্যোগ?
Updated: 25 May 2024, 03:09 PM ISTসকাল থেকে চড়া রোদ, অস্বস্তিকর গরম কলকাতায়। তবে দুপুর পার হতেই একাধিক জায়গায় আকাশ কালো করে এসেছে। মেঘের গর্জন শুরু হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই আবহে কলকাতা সহ একাধিক জায়গায় আগামী কয়েক ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি