WB Rain and Weather Forecast till 3rd June: রেমাল বিদায়ে বাংলায় কি কমবে বৃষ্টি? জুনের শুরুতেই ফের ভাসতে পারে কলকাতা
Updated: 28 May 2024, 10:34 AM ISTঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সেই সিস্টেম এখন বহু দূরে। দু'দিনের দুর্যোগ কাটিয়ে আজ সকালে রোদের দেখা মিলেছে। তবে হাওয়া অফিস জানিয়ে দিল, আপাতত বৃষ্টি কিছুটা কমলেও ফের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।
পরবর্তী ফটো গ্যালারি