WB Winter Weather Forecast till 14th Jan: আবারও তাপমাত্রা পতনের পূর্বাভাস পশ্চিমবঙ্গে, কলকাতায় কি জাঁকিয়ে শীত পড়বে?
Updated: 08 Jan 2025, 08:10 AM ISTআগামিকাল ও পরশু পরপর দু'দিন তাপমাত্রা কমতে পারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই আবহে ফিরবে শীতের আমেজ। যদিও জাঁকিয়ে ঠান্ডা হয়ত এর মধ্যে পড়বে না। এদিকে এর মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই।
পরবর্তী ফটো গ্যালারি