জয়েন্টের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। এর আগে গত ১৭ জুন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এই আবহে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড জানাল যে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৬ অগস্ট থেকেই কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত।
1/4পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড জানিয়েছে, ৭ সেপ্টেম্বর কাউন্সেলিংয়ে আসন বণ্টনের ফলাফল প্রকাশ করা হবে। এরপর ৭ তারিখ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট কলেজে যোগাযোগ করে টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে পড়ুয়াকে।
2/4র্যাঙ্ক অনুযায়ী নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট বিষয় বেছে নিতে আবেদন করতে পারবেন।
3/4এদিকে দ্বিতীয় ধাপে কাউন্সেলিংয়ের আসন বণ্টনের ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর। এই পর্বে আসন বণ্টনের প্রক্রিয়া চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও আসন বণ্টন চলবে। ২৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করে ফেলা হবে আসম বণ্টনের যাবতী প্রক্রিয়া।
4/4প্রথম ধাপে ৭ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘সিট এক্সেপটেন্স ফি’ গ্রহণ করা চলবে। এরপর দ্বিতীয় ধাপে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সিট অ্যাক্সেপটেন্ট ফি জমা চলবে। ‘মপ আপ রাউন্ড’-এর ফি জমার প্রক্রিয়া চলবে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর। মপ আপ রাউন্ডের ফলাফল প্রকাশ হবে ২৭ সেপ্টেম্বর।