Jeans: টাইট বা স্কিনি জিন্স অনেকেই পছন্দ করেন। কিন্তু তার সঙ্গে এই ভুলগুলিও অনেকেই করে ফেলেন।
1/5স্কিনি জিন্স কেনার সময় অনেকেই কিছু সাধারণ ভুল করে ফেলেন। এটি এড়াতে এই কয়েকটি বিষয় মাথায় খুবই দরকারী। এই নিয়মগুলি মনে রাখলেই জিন্স আরও স্টাইলিশ দেখাবে।
2/5এই ধরনের টাইট জিন্স পরলে তুলনায় ভারী চেহারার মানুষকে ভালো দেখায় না। কিন্তু তবুও ছেলেরা এই জিন্সের সঙ্গে টিউনিক টপ, কুর্তা পরতে পারেন। এছাড়াও ঢিলেঢালা টপস এটিতে ভালো দেখায় না। তাই এগুলো পরবেন না।
3/5চঙ্কি স্লিপার স্কিনি জিন্সের সঙ্গে পরা যেতে পারে। চ্যাপ্টা স্যান্ডেল, স্নিকার্স স্কিনি আঙ্কেল লেংথ জিন্সের সঙ্গে দুর্দান্ত দেখায়।
4/5ওভার লেংথ স্কিনি জিন্সও স্টাইলিশ দেখায়। প্যান্ট সামান্য ভাঁজ করে স্টাইলিশ লুক পেতে পারেন। পরার সময়ে এটি মাথায় রাখুন।
5/5মনে রাখবেন টাইট জিন্স বা স্কিনি জিন্স অন্য জিনসের থেকে বেশি স্টাইলিশ। কিন্তু তার সঙ্গে আপনি কী পরছেন, সেটি গুরুত্বপূর্ণ।