ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন কবে পর্যন্ত এটা চলবে।
1/4পরপর একাধিক নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। রাজস্থান থেকে বিহার পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্তও নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাস্প। ঘূর্ণাবর্ত ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর। সব মিলিয়ে বিগড়ে যাচ্ছে আবহাওয়া। খবর আবহাওয়া দফতর সূত্রে। (AP)
2/4আবার দুর্যোগের ঘনঘটা বাংলায়। শনিবার বিকালে আবহাওয়া দফতর জানিয়েছে ফের ঝড়বৃষ্টি হবে বাংলায়। রবিবার ও সোমবার বৃষ্টি বাড়তে পারে বাংলায়। মঙ্গলবারও আকাশের মুখ ভার থাকতে পারে। তারপর আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। এদিকে শনিবারও দিনভর আকাশের মুখ ভার ছিল (PTI Photo) (AP)
3/4শুধু বৃষ্টি নয়, একেবারে শিলাবৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায়। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে শিলাবৃষ্টি হতে পারে। রবিবার নদিয়া, বীরভূমে, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। (PTI Photo) (AP)
4/4তবে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়,উত্তরের একাধিক জেলা কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে। লোডশেডিংও হচ্ছিল পাল্লা দিয়ে। আগামী দিন পাঁচেক উত্তরের একাধিক জেলা ঝড় বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও দুই দিনাজপুরেও হতে পারে শিলাবৃষ্টি। সেই সঙ্গেই ঝোড়ো হাওয়া বইবে. (AP Photo/Bikas Das) (AP)