নিম্নচাপটির অভিমুখ ওড়িশা। আবহাওয়া দফতরের পূর্বাভা... more
নিম্নচাপটির অভিমুখ ওড়িশা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী খুব শিঘ্রই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ফলে উত্তর বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলের কাছে এটি নিম্নচাপে পরিণত হবে।
1/5আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছে যে, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে বর্ষণ মঙ্গলবার বর্ষণের আশঙ্কার কালো মেঘ থাকছে। ফলে ভরা পুজোর বাজারে জল ঢেলে বর্ষণের আশঙ্কা থেকেই যাচ্ছে।
2/5জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে। নিম্নচাপটির অভিমুখ ওড়িশা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী খুব শিঘ্রই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ফলে উত্তর বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলের কাছে এটি নিম্নচাপে পরিণত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/5নিম্নচাপের জেরে সমুদ্র ও সমুদ্র সংলগ্ন এলাকায় প্রবল বেগে হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র উত্তাল হতে পারে।মৎসজীবীদের ইতিমধ্যেই উপকূলে ফিরে আসতে বলা হয়েছে মঙ্গলবার রাতের মধ্যে। বুধ ও বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধও করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে আবহাওয়া পাল্টাতে চলেছে। মঙ্গল ও বুধবার হালকা থেকে মাঝারি বর্ষণ হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে আরও। মঙ্গলবার দার্জিলিং ও জলপাইগুড়ি সহ বহু জেলায় বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবার হবে জোরদার বর্ষণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/5নিম্নচাপের কালো মেঘ থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধ ও বৃহস্পতিবার হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বৃহস্পতিবার থেকে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)