কিছুটা হলেও স্বস্তির। কাল থেকে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা
1/5Tকাঠফাটা গরম। তার মাঝেই কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট সূত্রে খবর, দেশের কিছু পকেটে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় এই শিলাবৃষ্টি হতে পারে তারও তালিকা হাজির করেছে আইএমডি। (Ravindra Joshi/HT PHOTO) (HT_PRINT)
2/5২৩ মে হিমাচল প্রদেশে এই শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে আইএমডি জানিয়েছে, ২৩ ও ২৪ মে বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। xxx/via REUTERS (HT_PRINT)
3/5ম২৪ মে হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ২৪ ও ২৫ মে উত্তরাখণ্ড, রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে এই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি) (HT_PRINT)
4/5আইএমডি জানিয়েছে, ২৩ মে ৫০-৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বইবে। হিমাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের একাংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। (HT_PRINT)
5/5ঝাড়খণ্ডের উপর ২৩শে মে কিছু জায়গায় তাপপ্রবাহ হবে। ২৪ মে কাশ্মীর, লাদাখ, গিলগিট, পঞ্জাব, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি ও ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরাখণ্ড, চন্ডীগড়, দিল্লি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। (HT_PRINT)