Weather Update in Kolkata and West Bengal: পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে গেল। আজ রাত থেকেই পারদ চড়তে চলেছে একাধিক জেলায়। এখন যা অবস্থা, তাতে একাধিক জেলার মানুষ শীতের জামাকাপড় অনায়াসে আলমারিতে তুলে দিতে পারেন। তারইমধ্যে একাধিক জেলায় কুয়াশা থাকবে কয়েকদিন। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, তা দেখে নিন -
1/5উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে। আগামী তিনদিন সকালের দিকে কুয়াশার থাকতে পারে। আগামী চারদিন দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকার কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন মূলত শুষ্ক এবং পরিষ্কার আকাশ থাকবে। আগামী তিনদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। রাতের তাপমাত্রা আপাতত এক থেকে তিন ডিগ্রি সেলসিয়ামের মতো কম আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা বাড়বে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা কম বাড়বে। আগামী তিনদিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি মতো বৃদ্ধি পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘণ্টায় সামান্য বাড়বে তাপমাত্রা। ১৬ ডিগ্রির আশপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পরবর্তী দুই থেকে তিনদিনে কলকাতার ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। তারপর সাময়িকভাবে পারদের কিছুটা পতন হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5তাহলে কি এবারের মতো শীত বিদায় নিল? বিষয়টি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কার্যত স্পষ্ট করে দিয়েছেন, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে কার্যত পাততাড়ি গুটিয়েছে শীত। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)