মেষ- কর্মক্ষেত্রে কাঙ্খিত সাফল্য লাভ করবেন। সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন। রোজগারের প্রচেষ্টা সফল হবে। স্বাস্থ্য ভালো থাকবে। মামলা-মোকদ্দমায় আপনার পক্ষে রায় বেরোবে। আর্থিক বিষয় পরিকল্পনমাফিক কাজ করার ফলে লাভ হতে পারে। মা-বাবার সমর্থনে প্রেম সম্পর্কে বিবাহে পরিণত হতে পারে। পরীক্ষা-প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে থাকলে সময় ভালো।
বৃষ- সপ্তাহের শুরুতে কাজের চাপ বাড়তে পারে। উচ্চাকাঙ্খা নিয়ন্ত্রণে রেখে নিজের দায়িত্ব পালন করে যান। সপ্তাহের মধ্যভাগে কাজের কারণে দূরের যাত্রা করতে পারেন। কোনও ব্যবসা বা প্রকল্পে লগ্নির পূর্বে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। কোনও বরিষ্ঠ ব্যক্তির সহযোগিতায় পারিবারিক সমস্যার সমাধান লাভ করবেন। পরিবারের কোনও বয়স্ক সদস্যের স্বাস্থ্য চিন্তায় ফেলতে পারে।
মিথুন- এ সপ্তাহে নতুন সুযোগ পাবেন। প্রচেষ্টার ফলে চাকরি পেতে পারেন বেকার যুবক-যুবতীরা। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বদলি হতে পারে। যথাযথ চিন্তাভাবনা ও পরামর্শ গ্রহণ করে জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করুন। বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ করে থাকলে, সপ্তাহ বিশেষ ভাবে লাভজনক। মহিলা বন্ধুর সহযোগিতায় আয়ের চেয়ে বেশি যোগ সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
কর্কট- সপ্তাহের শুরুতে পরিবার বা সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। অতীতের লগ্নির ফল এ সপ্তাহে লাভ করবেন। সুখ-সুবিধায় অর্থ ব্যয় হবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। জীবনসঙ্গীর পূর্ণসহযোগিতা লাভ করবেন।