বাংলা নিউজ >
ছবিঘর >
West Bengal assembly election 2021: বাংলায় বিজেপির জয় নিশ্চিত, দলের বৈঠকে বললেন আত্ববিশ্বাসী মোদী : সূত্র
West Bengal assembly election 2021: বাংলায় বিজেপির জয় নিশ্চিত, দলের বৈঠকে বললেন আত্ববিশ্বাসী মোদী : সূত্র
Updated: 10 Mar 2021, 04:07 PM IST
লেখক Ayan Das
- ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ইতিমধ্যে একবার বাংলায় ঘুরে গিয়েছেন। আগামিদিনে আবারও আসবেন। সূত্রের খবর, তারইমধ্যে দলের সংসদীয় কমিটির বৈঠকে নরেন্দ্র মোদী জানিয়েছেন যে বাংলায় বিজেপির জয় নিশ্চিত। কী বলেছেন তিনি, জেনে নিন -
1/5এবার বাংলা দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। ভোটের প্রচারে বাংলায় একাধিকবার আসতে চলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় স্তরের নেতা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
2/5গত রবিবার ব্রিগেডে একদফায় প্রচার সেরেও গিয়েছেন। সেখানে দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের খেল খতম। এবার বঙ্গে সরকার গড়বে বিজেপি। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
3/5তবে শুধু জনসভা নয়, দলের সংসদীয় কমিটির বৈঠকেও একইরকমভাবে বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছে মোদীকে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
4/5সূত্রের খবর, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে মোদী দাবি করেছেন যে বাংলার নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
5/5তারইমধ্যে আগামী ১৮ ও ২০ মার্চ রাজ্যে ভোট প্রচার আসছেন মোদী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
অন্য গ্যালারিগুলি