রবিবাসরীয় প্রচারে তারকা সমাবেশ। কাঞ্চনের হয়ে মাঠে নেমে ভোট প্রচার বাংলা টেলিভিশন তারকাদের।
1/6একুশের ভোট যুদ্ধে তৃণমূলের একঝাঁক তারকা প্রার্থীর মধ্যে অন্যতম কাঞ্চান মল্লিক। হুগলির উত্তরপাড়া বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঞ্চন, আপতত শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত এই প্রখ্যাত কমেডিয়ান।
2/6রবিবাসরীয় হাইভোল্টেজ প্রচারে কা়ঞ্চনের হয়ে ময়দানে নামলেন বাংলা টেলিভিশন দুনিয়ার তারকারা। এদিন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে শামিল হন কৃষ্ণকলি ধারাবাহিকের নায়িকা শ্যামা অর্থাত্ তিয়াসা রায় এবং রাধারানি তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।
4/6বেশ কিছু দিন আগেই শেষ হয়েছে ‘কে আপন কে পর’ ধারাবাহিক ওরফে পল্লবী এবং বিশ্বজিৎ-এর জনপ্রিয়তায় কিন্তু কোনও ভাটা পড়েনি, প্রমাণ করে দিন এদিনের রোড শো।
5/6ইন্ডাস্ট্রির সিনিয়র হিসেবে কাঞ্চন মল্লিকের পাশে থাকবার পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি ভালবাসা থেকেই এই প্রচারে অংশ নিয়েছেন টলি তারকারা। একঝাঁক অভিনেতাকে সামনে থেকে দেখে খুশি উত্তরপাড়ার মানুষজনও।