আজ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। আগামিকাল ১৫ টি জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। সঙ্গে ৬০ কিমিতে ঝড় বইবে। কবে, কোথায় বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/7আলিপুরদুয়ার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যয় বলেছেন, ‘বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। তার ফলে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর তাপমাত্রা তো আছেই। তাই হিট বা এনার্জির অভাব নেই। সেটা উপরে উঠেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/7আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ও বইতে পারে। সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/7বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় হবে। সব জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7শুক্রবার এবং শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সব জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৪০-৫০ কিমিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7আজ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/7শুক্রবার এবং শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সেদিন ঝোড়ো হাওয়ার কোনও পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
7/7আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ - কোথাও তাপমাত্রার তেমন হেরফের হবে না। আপাতত যেরকম তাপমাত্রা আছে, সেরকমই থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)