বাংলা নিউজ > ছবিঘর > WB ready for Monsoon & Flood: বর্ষা আগমনের আগেই শুরু প্রস্তুতি, বন্যা নিয়ন্ত্রণ সেলের ঠিকানা থেকে খোলনলচে বদল

WB ready for Monsoon & Flood: বর্ষা আগমনের আগেই শুরু প্রস্তুতি, বন্যা নিয়ন্ত্রণ সেলের ঠিকানা থেকে খোলনলচে বদল

এবছর এমনিতেই দেরিতে প্রবেশ করছে বর্ষা। তবে তার আগেই বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রস্তুতি সেড়ে রাখতে চাইছে সেচ দফতর। এই আবহে দফতরের অধীনে থাকা বন্যা নিয়ন্ত্রণ সেলের ঠিকানা বদল করা হল। পাশাপাশি বদলানো হচ্ছে সেলের খোলনলচে।