বাংলা নিউজ > ছবিঘর > West Bengal Heatwave & Rain Latest Forecast: বাংলার ১০ জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা, বৃষ্টি হতে পারে ৭ জেলায়

West Bengal Heatwave & Rain Latest Forecast: বাংলার ১০ জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা, বৃষ্টি হতে পারে ৭ জেলায়

বর্ষার দেখা নেই। আকাশে চড়া রোদ। বাইরে বের হলেই নাজেহাল দশা। বাড়ির ভিতরেও অস্বস্তিকর গরম। এরই মাঝে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা বৃষ্টিতে সেভাবে কোনও স্বস্তি মিলবে না বলেও সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস।