আজ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। সাধারণত মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়। এই আবহে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়। আর কারই মাঝে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা নিয়ে বড় আপডেট দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
1/5আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে সংসদের একটি মহলের দাবি, উচ্চমাধ্যমিকের ফলাফলের জন্য অতদিন অপেক্ষা নাও করতে হতে পারে। মে মাসের শেষ সপ্তাহ বা জুনের একেবারে প্রথমেই ফলাফল ঘোষণা করে দেওয়া হতে পারে। (Uday Veer)
2/5এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, মে মাসের চতুর্থ সপ্তাহে প্রকাশ করা হতে পারে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এপ্রিলে বলেছিলেন, 'যদি সময়মতো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়, তাহলে মে মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।' সেই অনুযায়ী সংসদের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। (Uday Veer)
3/5এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিকের মোট উত্তরপত্রের ৮০ শতাংশের নম্বর জমা পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল। এই আবহে মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই উচ্চমাধ্যমিকেরও ফল প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর ফলাফল ঘোষণার দিনক্ষণও শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। (Uday Veer)
4/5উল্লেখ্য, এবছর ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিকে এবার মাধ্যমিকের থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লাখ। গতবছর পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছিল। (Uday Veer)
5/5এদিকে আগামী ১৯ মে (শুক্রবার) সকাল ১০ টায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর পড়ুয়ারা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পাবে। সেইসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট bangla.hindustantimes.com থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা। (Uday Veer)