বাংলা নিউজ > ছবিঘর > West Bengal Rain Forecast till 14th Sept: ফের দক্ষিণে নামবে ভারী বৃষ্টি, রবির পর সোমবারও বঙ্গের একধিক জেলায় জারি সতর্কতা

West Bengal Rain Forecast till 14th Sept: ফের দক্ষিণে নামবে ভারী বৃষ্টি, রবির পর সোমবারও বঙ্গের একধিক জেলায় জারি সতর্কতা

রবিবার সকাল থেকে সেভাবে কোথাও বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও কমেছে বৃষ্টিপাত। তবে আগামী সপ্তাহে ফের একবার বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী মঙ্গল থেকে দক্ষিণে ঘনিয়ে আসবে কালো মেঘ। এদিকে আজ ও আগামিকাল রাজ্যের একাধিক জেলায় জারি থাকবে সতর্কতা।