গ্রীষ্মের শুরুতেই বর্ষার মতো আবহাওয়া দক্ষিণবঙ্গে। এর নেপথ্য কারণ ঘূর্ণাবর্ত। গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতা, হাওড়া, হুগলিতে আজ ঝড়বৃষটি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সপ্তাহে কবে কোথায় বৃষ্টি হবে?
1/5এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। অপর একটি অক্ষরেখা উত্তর-দক্ষিণ বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে কালবৈশাখী হওয়ার খুব প্রবণতা রয়েছে। ( Yogendra Kumar)
2/5আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার সব জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ২২ মার্চ থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে আগামী পাঁচদিন সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ( Yogendra Kumar)
3/5দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শিলাবৃষ্টির পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মালদা-সহ দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে ২১ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ২২ মার্চের পর আবহাওয়া পরিবর্তন হবে। ( Yogendra Kumar)
4/5এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতা, হাওড়া, হুগলিতে আজ ঝড়বৃষটি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ( Yogendra Kumar)
5/5পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ মার্চ পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। ২২ মার্চ বৃষ্টি থামতে পারে কলকাতায়। তবে সেদিনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিক আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর আগামী ২২ এবং ২৩ মার্চ হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে। ( Yogendra Kumar)