বিগত বেশ কয়েকদিন ধরে গরমে নাজেহাল বঙ্গবাসী। দিনে সূর্যের তাপ। রাতে গুমোট। তবে আজকে সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা। এই আবহে কেমন থাকবে বাংলার গোটা দিনের আবহাওয়া?
1/5কালবৈশাখীর সময় এসে গিয়েছে। তবে সন্ধ্যায় এখনও ঝড়ের দেখা নেই। তবে আজকে থেকে কালবৈশাখীর দেখা মিলতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
2/5আগামী ৪ থেকে ৫ দিন ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাজ্যে। দিনের বেলায় দাবদাহ চলবে। রাতের বেলাতেও থাকবে গরম। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কথা বলা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
3/5শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তবে দক্ষিণবঙ্গের মোটের উপর আবহাওয়া শুকনো থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
4/5শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৫ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। (HT_PRINT)
5/5এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি স্পর্শ করেছে, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেড়ে ২৫.৫ ডিগ্রিতে পৌঁছেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)