Lunar Eclipse 2022 Pictures: প্রায় এক বছর পরে চন্দ্রগ্রহণের সাক্ষী থাকল পৃথিবী। ক্যামেরায় ধরা পড়ল বিরল সব ছবি। দেখে নিন সেই সব মুহূর্ত।
1/8কলকাতার আকাশে চন্দ্রগ্রহণের ছবি। আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকল কলকাতা-সহ ভারতের বহু শহর। সাক্ষী থাকল প্রতিবেশী দেশ বাংলাদেশও। (ছবি: সৌমিক মজুমদার)
2/8এক পক্ষ কালের মধ্যে দুই বিরাট মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকলেন সব মানুষ। প্রথমে সূর্যগ্রহণ। তার পরেই চন্দ্রগ্রহণ। আর সেই কারণেই বিষয়টি নিয়ে উন্মাদনা ছিল মারাত্মক।
3/8পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বছরের শেষ চন্দ্রগ্রহণও বটে। ঘটে গেল আজ। পৃথিবী সাক্ষী থাকল বিরল মহাজাগতিক ঘটনার। বহু ক্যামেরায় ধরা পড়ল এই গ্রহণের ছবি। দেখে নিন, তার অ্যালবাম।
4/8চিনে বেজিং শহরের বাইরে তোলা ছবিটি। সেই শহর থেকেও দেখা গিয়েছে চন্দ্রগ্রহণের ছবি। ধরা পড়েছে বহু আলোকচিত্রীর ক্যামেরায়।
5/8এদিন সিডনিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ব্লাড মুন দেখা যায়। যাঁরা জ্যোতির্বিজ্ঞানে উৎসাহী তাঁদের কাছে এই দৃশ্যটি অত্যন্ত মূল্যবান। সেটিও ধরা পড়ল ছবিতে।
6/8গুয়াতেমালার ভিলা নুয়েভাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে চাঁদের ছবি। আকাশ পরিষ্কার থাকায় দূরবীন এবং টেলিস্কোপগুলি দিয়ে এই গ্রহণের দারুণ দৃশ্য দেখলেন মানুষ।
7/8পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আসল মুহূর্ত হল ব্লাড মুন। এই সময়ে সূর্যের আলো এর উপর পড়ে লাল-কমলা আভা সৃষ্টি করে।
8/8এটি এই বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। প্রথমটি ছিল মে মাসে। পরবর্তীটি ২০২৫ সালে। এর মধ্যে প্রচুর আংশিক চন্দ্রগ্রহণ হলেও পূর্ণগ্রাস আর হবে না।