সদ্য চিনের সাংবাদিক মু চুনসান মোদী সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, চিনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন নামে অভিহিত করেন তার তথ্য। তাঁর আর্টিক্যালে চুনসান বলছেন, সেদেশে মোদী সম্পর্কে কার্যত রাষ্ট্রনেতাদের থেকে অনেকটাই আলাদা ধরাণা রয়েছে সাধারণ মানুষের। ‘দ্য ডিপ্লোম্যাট’ প্রকাশিত হয়েছে চুনসানের এই আর্টিক্যাল।
1/5ভারত চিনের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকে কার্যত লাদাখ সংঘাতকে কেন্দ্র করে। ২০২০ সালে লাদাখের মাটিতে চিনা আগ্রাসনকে কার্যত মোক্ষম জবাব দিয়েছিল ভারত। তারপরও বাণিজ্যিকভাবে ভারতের মাটিতে মোদী সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে আটকে দেয় চিনকে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে চিনা আগ্রাসনের প্রভাব পড়ে। তবে সদ্য প্রকাশিত এক রিপোর্টে জানা যাচ্ছে, চিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন চোখে দেখা হয়, তার বিস্তারিত কিছু তথ্য। (ANI Photo) (PIB)
2/5সদ্য চিনের সাংবাদিক মু চুনসান মোদী সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, চিনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন নামে অভিহিত করেন তার তথ্য। তাঁর আর্টিক্যালে চুনসান বলছেন, সেদেশে মোদী সম্পর্কে কার্যত রাষ্ট্রনেতাদের থেকে অনেকটাই আলাদা ধরাণা রয়েছে সাধারণ মানুষের। ‘দ্য ডিপ্লোম্যাট’ প্রকাশিত হয়েছে চুনসানের এই আর্টিক্যাল। (ছবি সৌজন্যে এএনআই) (PIB)
3/5আর্টিক্যাল বলছে, নরেন্দ্র মোদী বেশ খানিকটা জনপ্রিয় চিনের অন্দরে। তাঁর কথা বিভিন্নভাবে বলে থাকেন চিনারা। চিনের জনতা মোদীকে বিশেষ একটি নামও দিয়েছেন। তাঁরা মোদীকে ‘লাওশিয়ান’ নামে অভিহিত করেন। ‘লাও শিয়ান’ শব্দের অর্থ হল- অভূূতপূর্ব ক্ষমতা সম্পন্ন এক অমর বর্ষীয়ান। . (ANI Photo) (PIB)
4/5চিনের সোশ্য়াল মিডিয়ায় উঠে আসা নানান তথ্যের নিরিখে সাংবাদিক চুনসান বলছেন, চিনের আপামর জনতা চায়না ভারতের সঙ্গে চিনের দূরত্ব বেড়ে যাক। তাঁরা এটাও চাননা যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কাছাকাছি আসুক। চিনের মানুষ মনে করেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আর তাকে চাপা দেওয়ার চেষ্টা করতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি। PTI) (PIB)
5/5ওই আর্টিক্যাল বলছে, চিনের মানুষ মনে করেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আর তাকে চাপা দেওয়ার চেষ্টা করতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি। PTI Photo/Vijay Verma) (PTI03_02_2023_000394A) (PIB)