অবশেষে আনুষ্ঠানিকভাবে ডার্কমোড ফিচার আনল WhatsApp....
more
অবশেষে আনুষ্ঠানিকভাবে ডার্কমোড ফিচার আনল WhatsApp. প্রায় এক বছর ধরে এটার বিটা টেস্টিং চলছিল। অল্প কিছু গ্রাহকই এটি ব্যবহার করতে পারছিলেন। কিন্তু এবার অ্যান্ড্রয়েড ও আইওএসে এসে গেল ডার্ক মোড। কীভাবে WhatsApp Dark Mode ইনস্টল করবেন, সেটি দেখে নিন-
1/4সিস্টেম সেটিংস থেকেই ডার্ক মোড অ্যাক্টিভেট করতে পারবেন অ্যান্ড্রয়েড ১০-এর ক্ষেত্রে। প্রথমে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড করে নিন। ফোনের সেটিংস খুলুন। ডিসপ্লে খুলুন, ডার্ক মোড অন করার জন্য। এছাড়াও হোয়াটসঅ্যাপের সেটিংসে চ্যাট খুলে থিমে যেতে পারেন আপনি। সেখানে পছন্দ মতো লাইট বা ডার্ক আপনি বেছে নিন।
2/4 অ্যান্ড্রয়েড ৯ এর জন্য কীভাবে আপডেট করবেন হোয়াটসঅ্যাপ- গুগল প্লেস্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করিয়ে নিন। এরপর নিজের স্মর্টফোনে খুলুন অ্যাপটি। সেটির ডান দিকের ওপরে হ্যামবার্গার মেনু দিয়ে সেটিংস অপশনে যান। সেখানে চ্যাট অপশনটি সিলেক্ট করুন। এরপর সেই চ্যাটের মধ্যে গিয়ে ডার্ক অপশনটি সিলেক্ট করলে ডার্ক মোড চালু হয়ে যাবে।
3/4ডার্ক মোডের ব্যবহারের ফলে রাতে চোখের ওপর জোর কম পড়বে বলে সংস্থার দাবি। একই সঙ্গে আপনি ব্যবহার করলেও অন্যদের সমস্যা হবে না
4/4অ্যান্ড্রয়েড ৮ ও তার আগের সংস্করণের জন্য ডার্ক মোডের সাপোর্ট নেই।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.