ভুয়ো লিঙ্কের সঙ্গে পাঠানো মেসেজে সাধারণ কিছু মিথ্য...
more
ভুয়ো লিঙ্কের সঙ্গে পাঠানো মেসেজে সাধারণ কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। বলা হয় কোনও ই-কমার্স বা অন্য সংস্থা নববর্ষ বা বছর পূর্তি হিসাবে অফার দিচ্ছে।
1/5ইদানিং হোয়াটসঅ্যাপে স্ক্যামের বেশ কিছু ঘটনা বেড়েছে। এই ধরনের স্ক্যামের মূলে থাকে কিছু ভুয়ো লিঙ্ক। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (HT Bangla)
2/5এছাড়াও আরেকভাবে অফলাইন থেকেও মেসেজের রিপ্লাই দেওয়া যায়। সেক্ষেত্রে ডেটা বা ওয়াইফাই অফ রেখেই হোয়াটসঅ্যাপ খুলতে হবে। মেসেজের রিপ্লাই দিতে হবে। এবার ব্যাক করে বেরিয়ে ভুয়ো লিঙ্কের সঙ্গে পাঠানো মেসেজে সাধারণ কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। বলা হয় কোনও ই-কমার্স বা অন্য সংস্থা নববর্ষ বা বছর পূর্তি হিসাবে অফার দিচ্ছে। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
3/5লিঙ্কটি ১০ জনের সঙ্গে শেয়ার করলে তবেই সেই উপহার বা অফার মিলবে বলে লেখা থাকে। এটি আসলে সেই ভুয়ো লিঙ্ক বেশি করে ছড়িয়ে দেওয়ার পন্থা।ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
5/5হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেসেঞ্জারেও এই ধরনের স্ক্যামের বিষয়ে সতর্ক করছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা। তাই অচেনা কোনও লিঙ্ক খুলতে আকর্ষিত করা হলেই বুঝবেন, 'ডাল মে কুছ কালা হ্যায়।' এই ধরনের মেসেজ পেলেই সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করুন। এছাড়া যিনি এই মেসেজ ফরোয়ার্ড করেছেন, তাঁকেও সতর্ক করে দিন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)