হোয়াটসঅ্যাপ সপ্তাহ দুয়েক আগেই বেটা ভার্সনেই বড় গ্রুপ চ্যাটের নোটিফিকেশন সরাসরি বন্ধ করার একটি শর্টকাট যোগ করেছে। এরপর হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা ভার্সানেও এটি যোগ করা হতে পারে।
1/5WhatsApp-এ কোনও Group-এ যোগ করা হলে প্রথম প্রথম সবাই অ্যাকটিভ থাকেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই লোকে সেই গ্রুপ মিউট করে দেন। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5এই বিষয়টা জানেন হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা। আর সেই কারণেই হোয়াটসঅ্যাপের গ্রুপ সরাসরি মিউট করার জন্য শর্টকাট যোগ করছেন তাঁরা। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই সাধারণ ভার্সনে এই আপডেট যোগ করা হতে পারে। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
3/5হোয়াটসঅ্যাপ সপ্তাহ দুয়েক আগেই বেটা ভার্সনেই বড় গ্রুপ চ্যাটের নোটিফিকেশন সরাসরি বন্ধ করার একটি শর্টকাট যোগ করেছে। এরপর হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা ভার্সনেও এটি যোগ করা হতে পারে। ফাইল ছবি : মিন্ট (HT Bangla)
4/5হোয়াটসঅ্যাপ কেন ছবি শেয়ার করার সময় তা কমপ্রেস করে? এর কারণ হল, হোয়াটসঅ্যাপ সেটিংসে ফটো আপলোডের সময়ে তার কোয়ালিটি ডিফল্ট হিসাবে সেট করা থাকে। তাই, শেয়ার করার সময় ছবির মান ইন্টারনেট সংযোগ, ছবির আকার এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করে। আর সেই কারণেই সাধারণভাবে পাঠানো ছবির কোয়ালিটি কিছুটা কমে যায়। ফাইল ছবি: পিটিআই (HT Bangla)
5/5হোয়াটসঅ্যাপ গ্রুপে এর আগে সর্বোচ্চ ৫১২ জন যোগ করা যেত। তবে এবার সেটি বাড়িয়ে ১,০২৩ জন করা হয়েছে। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (HT Bangla)