WhatsApp-এও এবার ফেসবুকের মতো কভার ফটো দেওয়া যাবে
Updated: 15 Feb 2022, 12:27 PM IST
Soumick Majumdar
WABetaInfo জানিয়েছে, শীঘ্রই আপডেটে এই ফিচার যোগ করা হবে।
1/5WhatsApp প্রোফাইলে কভার ফটো সেট করা যাবে। ফেসবুকের মতোই এই ফিচার যোগ করা হল মেসেজিং অ্যাপে। ফাইল ছবি : রয়টার্স (PTI)2/5এবার WhatsApp-এও ফেসবুকের মতো কভার ফটো দেওয়া যাবে। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (PTI)3/5WABetaInfo জানিয়েছে, শীঘ্রই আপডেটে এই ফিচার যোগ করা হবে। ফাইল ছবি : রয়টার্স (PTI)4/5 WhatsApp Business-এ প্রাথমিকভাবে এই ফিচার যোগ করা হবে। বেটা ভার্সানে প্রাথমিকভাবে এই ফিচার আসবে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)5/5এখনও এটি ডেভলপিং-এর পেজে আছে। কবে রিলিজ করবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি Meta। ফাইল ছবি : রয়টার্স (PTI) অন্য গ্যালারিগুলি