২০২২ সালের মার্চ মাসে গমের গড় দাম আগের বছরের তুলনায় ১৪% বেড়েছে।
1/5বিপুল পরিমাণ গম কিনে নিচ্ছেন বেসরকারি ব্যবসায়ীরা। কিনে মজুত করে রেখে দিচ্ছেন তাঁরা। আর তার ফলে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে গমের দাম।(ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস) (Sameer Sehgal/Hindustan Times)
2/5ভারতে গম কেটে তোলার মরশুম চলছে। বিশ্লেষকদের একাংশের মতে, চলতি বছর, পূর্বাভাসের চেয়ে কম গম উত্পাদিত হতে পারে। তাই রফতানি নিয়ে সতর্ক থাকতে হবে। নয় তো আগামী মাসে সরবরাহ সংকটে হবে। ফাইল ছবি:
3/5২০২২ সালের মার্চ মাসে গমের গড় দাম আগের বছরের তুলনায় ১৪% বেড়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5ভারত, বিশ্বে গমের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী গম সরবরাহের একটি বড় শূন্যতা পূরণ করতে চায় ভারত। ফেব্রুয়ারি মাসে সরকারি পূর্বাভাস বলছে, মোট ১১.১ কোটি টন ফসল উত্পাদিত হবে। গত বছরের ১০.৯৫ কোটি টনের তুলনায় যা কিছুটা বেশি। ফাইল ছবি: টুইটার (Twitter)