White cloth stain removing tips how to remove stain easily: সাদা পোশাক অফিসের পাশাপাশি ক্যাজুয়াল ড্রেস হিসেবেও অনেকে পরেন। তবে সাদা কাপড় ধোয়া রীতিমত চ্যালেঞ্জ। তার মধ্যে দাগ লাগলে তো আর কথাই নেই।
1/6সাদা পোশাক এখনকার দিনে একটা আলাদাই ফ্যাশন স্টেটমেন্ট। এই পোশাক যেমন সবাইকে মানায় তেমনই 'কুল' ইমেজও তৈরি হয়। তবে সাদা পোশাক সাদা রাখাটাও একটা চ্যালেঞ্জ। এমন পোশাক ধোয়ার সময় অনেকেই তাড়াহুড়ো করেন। অথচ কিছু নিয়ম মানলে এমন কাপড় দীর্ঘদিন ধবধবে সাদা রাখা যায়। (Freepik)
2/6সাদা কাপড়ে ঘামের দাগ বসে গেলে তোলা মুশকিল। তাই সবসময় ব্যবহারের পর বাতাসে শুকোতে দিন।ঘামের দাগ পড়ে গেলে সহজে উঠতে চায় না। এতে সমস্যা বাড়ে। (Freepik)
3/6সাদা কাপড় সুতির তৈরি হলে জলে ভেজানোর আগে ডিটারজেন্ট জলে গুলে নিন।অনেকেই দাগ তাড়াতাড়ি তোলার জন্য কাপড়ে সরাসরি ডিটারজেন্ট দেন। কাপড়ের উপর কখনওই সরাসরি ডিটারজেন্ট ঢালতে নেই। এতে কাপড়ের গুণগত মান নষ্ট হয়। (Freepik)
4/6কাপড় ধবধবে করতে জলের সঙ্গে প্রথমে বেকিং পাউডার মিশিয়ে নিন। ঘন মিশ্রণ হলে এর মধ্যে ডিটারজেন্টে ধোয়া সাদা কাপড় ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট এভাবে রাখার পর এবার জল দিয়ে ধুয়ে ফেলুন। শুকোনোর পর দেখবেন কাপড় ধবধবে সাদা। (Freepik)
5/6সাদা কাপড়ে দাগ লাগলে তা বেকিং পাউডার দিয়ে তোলা সম্ভব। হালকা গরম জলে ১ টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে ১৫ মিনিট কাপড় ভিজিয়ে রাখুন। কাপড়ের দাগে কিছুটা বেকিং পাউডার ছড়িয়ে কিছুক্ষণ ঘষুন। এরপর ১০ মিনিট কাপড় ভিজিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উধাও। (Freepik)
6/6সাদা কাপড়ে দাগ লেগে যাওয়া স্বাভাবিক। লেবুর রস দিয়েও এই দাগ তোলা যায়। প্রথমে দাগের উপর লেবুর রস দিন। এবার ব্রাশ দিয়ে কিছুক্ষণ ওই অংশ ঘষুন। দাগ না ওঠা পর্যন্ত লেবুর রস এবং ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। দেখবেন কিছুক্ষণেই দাগ উধাও। এরপর এমনি জলে ধুয়ে ফেলুন। (Freepik)