Updated: 22 Jan 2021, 07:07 PM IST
লেখক Priyanka Bose
একাধিক মডেল-অভিনেত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। ২০১৮ সাল থেকে মিটু-তে জর্জরিত ‘হে বেবি’ পরিচালক।
1/9যৌন হেনস্থার অভিযোগে বিগত কয়েক বছর ধরে খবরের শিরোনামে পরিচালক সাজিদ খান (Sajid Khan)। বলিউডের একাধিক মডেল- অভিনেত্রী থেকে সাংবাদিক, সাজিদের বিরুদ্ধে এনেছেন যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন।
2/9সাজিদের বিরুদ্ধে সম্প্রতি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন শার্লিন চোপড়া(Sherlyn Chopra)। চলতি সপ্তাহের শুরুতেই টুইটারে বিস্ফোরণ ঘটিয়ে নায়িকা দাবি করেন ২০০৫ সালে অর্থাত্ ১৬ বছর আগে নিজের অফিসে ডেকে শার্লিনকে হেনস্থা করেন সাজিদ। তিনি লেখেন- ‘আমাকে দেখে পুরুষাঙ্গ প্রদর্শন করেন সাজিদ। বলেন স্পর্শ করে দেখতে।’
3/9অভিনেত্রী সালোনি চোপড়া(Saloni Chopra) সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেন, ২০১১ সালে সাজিদ তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছে।
4/9মডেল অভিনেত্রী র্যাচেল হোয়াইটের (Rachel White) এর অভিযোগ, ২০১৪ সালে ‘হামসকলস’ ছবির মিটিংয়ের দরুন সাজিদ তাঁকে বাড়িতে আমন্ত্রণ করেন। এরপরই সিনেমায় কাজ পাওয়ার বদলে নায়িকাকে জামাকাপড় খোলবার প্রস্তাব দেন।
5/9সাংবাদিক করিশ্মা উপাধ্যায়ও (Karishma Upadhyay) সাজিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেন, ২০০০ সালে সাক্ষাৎকার নিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি।
6/9মডেল ডিম্পল পলের (Dimple paul)এর অভিযোগ, মাত্র ১৭ বছর বয়সে সাজিদের কাছে যৌন হেনস্থার শিকার হন তিনি। হাউসফুল ছবির কাস্টিং চলছিল সেই সময় সাজিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। অশ্লীল ভাষার ব্যবহার এবং নোংরাভাবে তাঁকে ছোঁয় সাজিদ।
7/9অহনা কুমারর (Aahana Kumra)ও সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। তাঁর অভিযোগ সাজিদ তাঁকে বলেন, ‘১০০ কোটি টাকার পরিবর্তে কী সে কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে রাজি?’ যা শুনে থতমত খেয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
8/9অভিনেত্রী মন্দানা করিমি (Mandana Karimi) অভিযোগ তোলেন ২০১৪ সালে ‘হামসকলস’ ছবির ব্যাপারে সাজিদের সঙ্গে মিটিং করতে গিয়ে তিনি অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন।
9/9প্রয়াত অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan) এর বোন করিশ্মাও সম্প্রতি বিবিসির ডকুমেন্ট্রিতে জানিয়েছে দিদিকে যৌন হেনস্থা করেছিল সাজিদ খান। করিশ্মার অভিযোগ, তাঁর দিদির অন্তর্বাস খুলতে বলেছিলেন সাজিদ। জিয়া বাড়িতে ফিরে সে বিষয় কান্নাকাটি করেছিল, চুক্তিবদ্ধ থাকায় ভয়ে ছবি ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। প্রসঙ্গত সাজিদের পরিচালনায় হাউজফুল ছবিতে কাজ করেন প্রয়াত নায়িকা।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.