বর্তমানে WHO-এর করোনা টিকার জরুরি প্রয়োগের তালিকায় কোভ্যাক্সিন এর নাম নেই।
1/5আরও বেশি তথ্য প্রয়োজন। তবেই মিলবে এমার্জেন্সি অথরাইজেশন। Covaxin-এর নির্মাতা ভারত বায়োটেককে এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। ছবি : কোভ্যাক্সিন (Covaxin)
2/5বর্তমানে WHO-এর করোনা টিকার জরুরি প্রয়োগের তালিকায় কোভ্যাক্সিন এর নাম নেই। ছবি : এপি (AP)
3/5তবে এখনই আবেদন বাতিল বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই। ভারত বায়োটেকের দেওয়া তথ্যাদি নিয়ে আরও বেশি খতিয়ে দেখবে হু-এর বিশেষজ্ঞ দল। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Vipin Kumar/HT PHOTO)
4/5WHO-এর এমার্জেন্সি অথরাইজেশন এক ধরণের আন্তর্জাতিক স্বীকৃতি। এটি থাকা কোনও টিকার গ্রহণকারীরা যে কোনও দেশে যেতে পারবেন। কারণ বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বহু দেশ ভ্রমণকারীরা টিকা গ্রহণ করেছেন কি না, তা দেখা হচ্ছে। সেটি WHO-এর করোনা টিকার জরুরি প্রয়োগের তালিকায় আছে কিনা তাও দেখা হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (PTI)
5/5WHO-এর এমার্জেন্সি অথরাইজেশন আছে এমন টিকা: কোভিশিল্ড(ভারতের সিরাম ইনস্টিটিউটের), মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন এবং চিনের সাইনোফার্ম। ফাইল ছবি : পিটিআই (PTI)