ছবির চারজনের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান? ভালো করে খুঁটিয়ে দেখে জবাব দিন।
1/6এই ছবিতে রয়েছে চার জন। তার মধ্যে তিন জনের হাতে রয়েছে করাত। তারা গাছের ডাল কাটছে। কিন্তু এই ডাল কাটার ফলে শুধু অন্যদের উপরে নয়, তাদের উপরেও প্রভাব পড়তে পারে। এবার ছবিটি ভালো করে দেখে আপনি বলুন, এদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?
2/6ভালো করে দেখুন পুরো ছবিটি। এক এক জন এই ধাঁধার এক এক রকম উত্তর দিয়েছেন। যে অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় এই ধাঁধাটি প্রকাশিত হয়েছে, তাদের তরফে বলা হয়েছে, এই ধাঁধার উত্তরই বলে দিতে পারে, উত্তরদাতা জীবনে কী কী ভুল করেন।
3/6১ নম্বর ব্যক্তি: আপনি কি মনে করেন এই লোকটি সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আপনি নাকি প্রচণ্ড একরোখা। চট করে নিজের মত থেকে সরার মানুষ আপনি নন। আর এই কারণেই আপনার কাছের মানুষ আপনাকে ভুল বোঝেন।
4/6২ নম্বর ব্যক্তি: আপনি যদি মনে করেন ২ নম্বর লোকটি সবচেয়ে বুদ্ধিমান, তাহলে বুঝতে হবে, আপনার মাথা গরমের ধাত আছে। আগের জনের মতো আপনিও নিজের সিদ্ধান্ত অবিচল থাকতে ভালোবাসেন। আফনার সিদ্ধান্তের কারণে আশপাশের মানুষ সমস্যায় পড়লেও বিশেষ মাথা ঘামান না।
5/6৩ নম্বর ব্যক্তি: যদি আপনার মনে হয়, ৩ নম্বর লোকটি সবচেয়ে বুদ্ধিমান, তাহলে আপনি নাকি খুবই বিচক্ষণ এবং দূরদর্শী মানুষ। কিন্তু একই সঙ্গে আপনি খুবই সাবধানীও বটে। আর এই কারণেই অনেক কাজে আপনার খুব দেরি হয়ে যায়।
6/6৪ নম্বর ব্যক্তি: আপনি যদি মনে করেন, ৪ নম্বর লোকটি সবচেয়ে বুদ্ধিমান, তাহলে নাকি আপনি খুব খোলামেলা মনের মানুষ। আপনি স্রোতের সঙ্গে বয়ে যেতে ভালোবাসেন। কিন্তু দূরের জিনিস দেখার ক্ষমতা থাকে না বলে আপনি কখনও সখনও ঝামেলায় পড়তে পারেন।